Site icon janatar kalam

তৃনমূল কংগ্রেসে যোগদান করেন প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তীর ভাই পার্থ চক্রবর্তী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। আগরতলার প্রদেশ তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি শান্তুনু সাহা রাজ্যের শাসক দলীয় সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একদিকে যেমন দ্রব্য মুল্য বৃদ্ধির ইস্যুতে এদিন সরব হন তিনি তেমনি রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়েও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর প্রতি এই বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন এক দিকে দ্রব্য মুল্য বৃদ্ধির জন্য জনগণ নাজেহাল, এর ওপর আবার বিদ্যুৎ মাসুলে বৃদ্ধি। পাশপাশি আগরতলা পুর নিগম কর আদায়ের জন্য পুর বাসীর বাড়ি বাড়ি নোটিশ পাঠাচ্ছে। যারা কর প্রদান করেছে তাদের বাড়িতেও কর দেবার জন্য নোটিশ পাঠাচ্ছে। এই অবস্থায় একের পর এক করের বোঝা জনগণের উপর চাপানো হচ্ছে বলে এদিন তিনি এর তীব্র প্রতিবাদ করেন। এদিন তৃনমূল কংগ্রেসে যোগদান করেন প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তীর ভাই পার্থ চক্রবর্তী এবং যুব কংগ্রেস কর্মী মিঠুন দাস। এদের দলে বরন করে নেন প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি শান্তুনু সাহা। এই সাংবাদিক সম্মেলনে এদিন তৃনমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Exit mobile version