Site icon janatar kalam

তীব্র গরমের দাবদাহ থেকে নিস্তার পেতে সাধারণ মানুষের হাতে ঠাণ্ডা পানীয়ের গ্লাস তুলে দেন রাজীব ভট্টাচাৰ্য 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধ্যমতো তাপপ্রবাহের মধ্যে পথচলতি লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিলি করার জন্য বিজেপি কার্যকর্তাদের কাছে আহ্বান রাখলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বিভিন্ন এলাকা। মানুষ প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে। কাজে যেতে হচ্ছে লোকজনকে। সাধারণ মানুষকে গরম থেকে স্বস্তি দিতে ঠাণ্ডা পানীয় বিলি করলো আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ড ও আগরতলা রাম ঠাকুর সংঘ এলাকার যুবরা।

এদিন রাম ঠাকুর সংঘ এলাকায় এই সামাজিক কাজে অংশ নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যরা। লোকজনের হাতে ঠাণ্ডা পানীয়ের গ্লাস তুলে দেন তারা। ৩১ নম্বর ওয়ার্ডের এই উদ্যোগের প্রশংসা করেন প্রদেশ বিজেপি সভাপতি।খুশি সাধারণ মানুষও। এদিকে ভারতীয় জনতা পাটি আগরতলা মণ্ডলের তরফে রাধানগর স্ট্যান্ড এর সামনে পথচলতি মানুষের মধ্যে সরবত বিলি করা হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যরা।

Exit mobile version