Site icon janatar kalam

তীপ্রা মথা বিজিত প্রার্থী শাহ আলমের উপর আক্রমণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তীপ্রা মথা বিজিত প্রার্থী শাহ আলমের উপর আক্রমণ করেছে দুষ্কৃতীকারীরা। এই নিয়ে আগরতলা পশ্চিম থানায় দুষ্কৃতিকারীদের নাম ধাম দিয়ে একটি মামলা দায়ের করেছে শাহ আলম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ আলম জানায়, বিশ্বকর্মা পুজোর রাতে বর্ডার গোলচক্কর এলাকায় আচমকায় তার উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতিকারীরা। দা লাঠি পিস্তল ছিল দুষ্কৃতীদের কাছে। তবে লাঠি দিয়েই তাকে প্রচন্ডভাবে মারধোর করে। চিকিৎসকরা তার মাথার সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত গত ২০২৩ বিধানসভা নির্বাচনে বিশালগড় বিধানসভা কেন্দ্র থেকে তীপ্রা মথা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সাহ আলম। রাজনৈতিক কারণেই তার উপর এই আক্রমণ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন শাহ আলম।

 

 

Exit mobile version