Site icon janatar kalam

তিরঙ্গা র‌্যালীতে গিয়ে দুর্ঘটনায় গুরতর আহত এক ব্যক্তি, উন্নত চিকিৎসার আবেদন মুখ্যমন্ত্রীর নিকট পরিবারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনায় আহত স্বামীর চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে আবেদন জানান অসহায় স্ত্রী এবং গর্ভধারিণী মা। ঘটনা মঙ্গলবার বিকেলে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম বিধানসভা কেন্দ্রের উত্তর ব্রজপুর এলাকায়।এই এলাকার অত্যন্ত দরিদ্র বলাই দেবনাথ পিতা মৃত চন্দন দেবনাথ। বলাই দেবনাথ বাইসাইকেলে করে মুড়ি এবং বিস্কিট বিক্রি করে সংসার নির্বাহ করে।

সে বাইসাইকেলে করে চড়িলাম বিধানসভার পার্বত্য এলাকাগুলোতে মুড়ি এবং বিস্কুট বিক্রি করে এটাই তার পেশা। গত ২৩ মে বিজেপি দলের চড়িলাম মন্ডলের উদ্যোগে চড়িলাম বাজারে বিজেপি দলের তিরঙ্গা র‌্যালীতে যোগদান করার জন্য বলাই দেবনাথ বিশালগড় থেকে টি আর ০৭এ ৩০২০ নম্বরের অটো গাড়িতে উঠে। হঠাৎ করে অটো গাড়িটি সিপাহীজলা নৌকা ঘাট এলাকায় আসা মাত্র উদয়পুর থেকে আসা টি আর ০৩ এফ ১৮৫৫ নম্বরের একটি বলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক ভাবে আহত হয় বলাই দেবনাথ।

বিশালগড় দমকল বাহিনী তাকে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয় আগরতলা জিবিপি হাসপাতালে। আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসার পর তাকে নিয়ে আসা হয় তার নিজ বাড়িতে। চিকিৎসক বলেছে তার উন্নত মানের চিকিৎসা দরকার। কারণ তার মাথায় এবং বুকে আঘাত গুরুতর। জিবি হাসপাতাল থেকে আসার পর নিজ বাড়ির মেঝেতেই পড়ে রয়েছে বলাই দেবনাথ। টাকার অভাবে বহিরাজ্যে নিয়ে যেতে পারছে না তার স্ত্রী দিপালী দেবনাথ এবং মা মঞ্জু দেবনাথ।

অত্যন্ত গরিব পরিবার।খবর পেয়ে চড়িলাম মন্ডলের প্রাক্তন সভাপতি রাজকুমার দেবনাথ তার বাড়িতে এসে খোঁজখবর নেয় ‌ এবং বলাই দেবনাথের যা ওষুধ পত্রের প্রয়োজন সমস্ত কিছু রাজকুমার দেবনাথ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।রাজকুমার দেবনাথ একটি ওষুধের দোকান ও ঠিক করে দিয়েছে বলাইর ওষুধের জন্য।কিন্তু ঔষধ দিয়ে বলায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে না। বর্তমানে তার যা অবস্থা তাকে বহিরাজ্যে নিয়ে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া অত্যন্ত প্রয়োজন। বর্তমান চড়িলামের মন্ডল সভাপতি তাপস দাস ও তার কাছের লোকজন দিয়ে বলাই এর পরিবারে খাবার দাবার পাঠিয়েছে। মন্ডল সভাপতি তাপস বলাই দেবনাথের পরিবারে খাওয়া খাদ্য ও পাঠিয়েছে বলে জানিয়েছেন বলাই,র স্ত্রী। বহিরাজ্যে উন্নতমানের চিকিৎসা না করতে পারলে তার স্বামীর জীবন বাঁচাতে কষ্ট হবে।

তাদের কোন সয় সন্তান নেই। স্বামীকে নিয়ে মহা বিপদে পড়েছে অসহায় স্ত্রী দিপালী দেবনাথ এবং তার মা। মঙ্গলবার বিকেলে হাতজোড় করে স্বামীর চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে বলাই দেবনাথের স্ত্রী দিপালী দেবনাথ এবং মা মঞ্জু দেবনাথ। অসহায় স্ত্রী এবং গর্ভধারিণী মায়ের প্রার্থনা এবং আর্তনাদ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর নজরে গেলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এমনটাই প্রত্যাশা করে চড়িলাম বিধানসভার উত্তর ব্রজপুর এলাকার মানুষ।

বলাই দেবনাথ নিজেও একজন শাসকদলের সমর্থক। সারাদিন বাইসাইকেল দিয়ে পাহাড়ি এলাকায় মুড়ি বিস্কুট বিক্রি করার পর দলের তিরঙ্গা র‌্যালিতে যাবে বলে রওনা দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য রেলিতে যোগদান করতে পারেনি।গাড়ি দুর্ঘটনায় বর্তমানে বিছানায় শয্যাশায়ী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

Exit mobile version