তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ গ্রেপ্তার এক যুবক
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ এক যুবক কে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটে আমবাসা থানা সংলগ্ন নতুন পল্লী এলাকায়। উল্লেখ্য নতুন পল্লী এলাকার বাসিন্দা রাজীব দেব এবং তার পরিবারের লোকেরা বাড়িতে ছিল। আর সেই সুযোগককে চোর তাদের ঘর থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার বাড়িতে এসে বাড়ির লোকেরা দেখতে পায় তাদের ঘরের জানালা ও আলমারি ভাঙা এবং ঘরের আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার নেই। তারই পরিপ্রেক্ষিতে বাড়ির মালিক রাজীব দেব আমবাসা থানায় একটি চুরির মামলা দায়ের করে। তারই ভিত্তিতে যথারীতি মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।
এদিকে রাজীব দেবের বাড়িতে ভাড়া থাকতো সমীর দাস এবং তার পরিবার। পুলিশ তদন্তসাপেক্ষে ভাড়াটে সমীর দাস কে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে সমীর অস্বীকার করে পরে অবশ্য স্বীকার করে যে সে রাজীব দেবের ঘরে চুরি করেছে।