জনতার কলম ওয়েবডেস্ক :- গেরুয়া ঝরে কার্যত উড়ে গেলো বিরোধীরা। একপ্রকার বিরোধীদের ধরাশায়ী করেই জয় নিশ্চিত করলো গেরুয়া শিবির। রাজস্থান, মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই় হলেও ছত্তিশগড়ে কংগ্রেসের জেতার সম্ভাবনা দেখা গেলেও জয়ের শেষ হাসি হাসল গেরুয়া শিবিরই। এসবের পেছনে রয়েছে সেই মোদী ম্যাজিক। পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্যে ব্যাপক জয়লাভ করেছে বিজেপি।
বলা যায় একাধিক সংবাদমাধ্যমের সমীক্ষায় মধ্যপ্রদেশে কংগ্রেসকে এগিয়ে রাখা হলেও, ইভিএম খুলতেই, গেরুয়া সুনামি আছড়ে পড়ল মধ্যপ্রদেশে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিন রাজ্যের জয়ের পিছনে অন্যতম কারণ বিজেপির সাংগঠনির শক্তি।এই ৩ রাজ্যবাসী প্রধানমন্ত্রী মোদীর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখেছেন। মোদীজির অধিনায়কত্বে যে সমস্ত প্রকল্পগুলির সফল রূপায়ণ হয়েছে, তাতেও প্রবল ভাবে উপকৃত হয়েছেন রাজ্যবাসী। যার ফলস্বরূপ বিজেপির এই ফলাফল।