Site icon janatar kalam

তিন দফা দাবিতে মিছিল সংঘটিত করলো ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিন পর বিশ্রামগঞ্জ বাজারে বামপন্থী যুবাদের বিরাট মিছিল। তিন দফা দাবিতে বিশ্রামগঞ্জ বাজারে বিরাট মিছিল করলো ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। কর্মসংস্থান, দুর্নীতির সাম্রাজ্য ও জঙ্গলের রাজত্বের অবসান ঘটাতে ও নেশা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জে বাজারে মিছিল করলো উপজাতি যুব ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সিপাহী জেলার জেলার তিন মহকুমার কর্মীরা।

বিশ্রামগঞ্জ বাজারে মোটর স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়েবিভিন্ন এলাকা পরিক্রমা করে সিপাহীজলা জেলাশাসক অফিসের সামনে সমাপ্ত হয়। তাতে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুবা প্রদর্শন রাজ্যকমিটির সম্পাদক নবারুনদেব সহ অন্যান্য নেতৃত্ত। এদিনের এই কর্মসূচি নিয়ে আলোচনা করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। মিছিল শেষে জেলাশাসক অফিসে তিন দফা দাবিতে ডেপুটেশন দেন দুই ছাত্র সংগঠনের নেতৃত্ব। যদিও জেলা শাসকের অনুপস্থিতিতে স্মারক লিপি তুলে দেওয়া হয় ওনার পিএর নিকট। এই কর্মসূচিতে বামপন্থী যুবাদের উপস্থিতি ছিল ব্যাপক।

Exit mobile version