Site icon janatar kalam

তিন দফা দাবিতে ঊনকোটি জেলা শাসকের নিকট ডেপুটেশন দেবে বাম যুব সংগঠন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহকুমা কমিটি ডিওয়াইএফআই ও টিওয়াইএফ কমিটির যৌথ উদ্যোগে তিন দফা দাবির ভিত্তিতে আগামী ২৮ শে এপ্রিল ঊনকোটি জেলার জেলাশাসক দিলিপ কুমার চাকমার ডেপুটেশন প্রদান করা হবে। শনিবার কৈলাসহরের দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানানো হয়। সাংবাদিক সম্মেলনে যুব নেতা বাসুদেব ভট্টাচার্য জানান, রাজ্যের সর্বএ অবৈধ নেশার রমরমা ব্যবসা চলছে, সেই অবৈধ নেশার ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে।

বিধানসভার তথ্য অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় পঞ্চাশ হাজারের বেশী শূন্য পদ রয়েছে। অবিলম্বে বিভিন্ন দপ্তরের শূন্য পদ গুলো পূরণ করতে হবে। রাজ্যের নানা প্রান্তে চুরি, ছিনতাই, মাফিয়ার তান্ডব সহ বর্বরোচিত ঘটনা ঘটছে। বিশেষ করে মহিলা, শিক্ষিত যুবতী এবং স্কুল ছাত্রীদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে। এইসব ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মূলত এই তিন দফা দাবিতেই ঊনকোটি জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও জানান যে, ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা আসবে।

ডেপুটেশন দেওয়ার পূর্বেদলীয় কর্মী সমর্থকরা চিরাকুটি এলাকায় মিলিত হয়ে চিরাকুটি এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত ঊনকোটি জেলাশাসকের অফিসে পায়ে হেঁটে গিয়ে ডেপুটেশনে মিলিত হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও ছিলেন যুব নেতা বিশু দাস, সুরমান আলী, রাহাত চৌধুরী, বাসুদেব ভট্টাচার্য, জয়দেব পাল এবং মোহন দেববর্মা।

Exit mobile version