Site icon janatar kalam

ড্রেনে যেন আবর্জনা না ফেলে সে ব্যাপারে সতর্ক করলেন পুরবাসীদের মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুর নিগম এলাকায় কোন ধরনের সমস্যা মেয়র দীপক মজুমদারের গুচরে এলেই সেই এলাকায় পরিদর্শনে যাচ্ছেন তিনি। পাশাপাশি সেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন তিনি। সোমবার নিগমের ৩৭ নং ওয়ার্ডের কর্পোরেটর তথা এম আই সি মেম্বার বাপি দাসের এলাকায় কিছু সমস্যা ঘুরে দেখেন তিনি।

কালী টিলা এলাকায় কিছু রাস্তাঘাট পাশাপাশি ড্রেইন ভেঙ্গে পড়ায় এলাকা পরিদর্শন করেন এবং সঙ্গে থাকা ইঞ্জিনিয়ারকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন জনসাধারণকে ও সতর্ক হতে হবে নিগম ড্রেইন করে দেব কিন্তু সেই ড্রেনে জনসাধারণ প্লাস্টিক ক্যারি ব্যাগ সহ বিভিন্ন আবর্জনা ফেলবে যার ফলে ড্রেনে জল জমে যাবে উৎপত্তি হবে মশার সেই ব্যাপারে নজর রাখতে হবে তাদেরকেও।

ড্রেনে যেন আবর্জনা না ফেলে সে ব্যাপারে সতর্ক করেন তিনি। মেয়রের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সমাজসেবী তাপস ভট্টাচার্য সহ এলাকাবাসী।

 

 

Exit mobile version