জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস সহ পুলিসের জালে ৩ নেশাকারবারি। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে এনসিসি থানার পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে। ড্রাগস কেনা বেচা হতে পারে। পুলিসের কাছে গোপন খবর ছিল। সেই গোপন খবরের ভিত্তিতে পুলিস এদিন অভিযান চালায় বড়জলা এলাকায়। সেখানে পুলিস গ্রেপ্তার করে অনিমেষ ঘোষ, সঞ্জয় দেবনাথ ও চয়ন রায় নামে তিনজনকে।
এদের মধ্যে দুইজন আগেও পুলিসের কাছে ধরা পড়েছিল। পুলিস এদিন তাদের কাছ থেকে উদ্ধার করে ব্রাউন সুগার ভর্তি ৫৬০ টি কৌটা, নগদ ২৯৮০ টাকা ও একটি মোবাইল।উদ্ধার হওয়া ড্রাগসের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।পুলিস একটি মামলা নিয়ে তদন্ত করছে।