Site icon janatar kalam

ড্রাগসের কুখ্যাত রানী কালা দেবী ৪ লক্ষ টাকার ড্রাগসসহ গ্রেপ্তার 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জামিনে মুক্ত থাকা কালা দেবী ফের ড্রাগস কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও কয়েকজনের নাম জানতে পেরেছে এন সি সি থানার পুলিশ। শুক্রবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে এন সি সি থানার পুলিস অভিযান চালায় গোয়ালাবস্তি এলাকায়। তারা কালা দেবী নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালায়।

অভিযোগ এলাকায় নিজের দোকানে ড্রাগস বিক্রি করে থাকেন মহিলা। পুলিশ সেই মতো মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী ব্রাউন সুগার, ড্রাগস ভর্তি ১০০ কৌটা, খালি ড্রাগসের কৌটা প্রায় ৮ হাজার উদ্ধার করে। পুলিশ মহিলাকে এন সি সি থানায় নিয়ে আসেন। পশ্চিম জেলার পুলিশ সুপার কে কিরণ কুমার জানান উদ্ধার হওয়া ড্রাগসের বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

তিনি জানান বহুদিন ধরে মহিলা ড্রাগসের ব্যবসা করে আসছে। পুলিশ সুপার জানান তদন্তে আরও যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তার করা হবে অচিরেই।

 

Exit mobile version