জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডেঙ্গুতে আক্রান্ত দুই যুবক। বর্তমানে দুইজনই খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত দুই যুবক ব্যাঙ্গালোরে নার্সিং কোর্স নিয়ে পড়াশোনা করছিল। সেখানে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়। তারপর তাদেরকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে ৩ আগস্ট তুলাশিখর এলাকার প্রমিস দেববর্মা জেলা হাসপাতালে এসে ভর্তি হয় এবং ৪ আগস্ট চর গণকি এলাকার অলক চক্রবর্তী ভর্তি হয় হাসপাতালে।
খোয়াই জেলা হাসপাতালে হাসপাতলে আইসোলেশন ওয়ার্ড না থাকায় তাদেরকে জেনারেল ওয়ার্ডেই ভর্তি করানো হয়। একথা জানান জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার মৃদুল দাস। তিনি জানান তাদের দেহ থেকে সংক্রমণ ছড়ানোর কোন সম্ভাবনা নেই। যে চিকিৎসকের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে তাতে তারা অনেকটাই সুস্থ। সুপার জানান আগামী কয়েকদিনের মধ্যেই তারা পুরোদমে সুস্থ হয়ে উঠবে। তবে হাসপাতালের এম এস যতই আশ্বস্ত করেন না কেন হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।