জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গন্ডাছড়া বিজেপি যুব মোর্চার উদ্যোগে ডুম্বুরের টুমরো ল্যান্ডে অনুষ্ঠিত হয় যুব চপাল কার্যক্রম। কার্যক্রমে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক সম্ভুলাল চাকমা, সমাজসেবী অমিত রক্ষিত, গন্ডাছড়া যুব মোর্চার সভাপতি সজল মল্লিক, সমাজসেবী বিকাশ চাকমা তথা ডুম্বুর নগর আরডি ব্লকের বিএসি ভাইস চেয়ারম্যান, মন্ডল সভাপতি সমীর রন্জন ত্রিপুরা সহ অন্যান্যরা।
এদিন টুমরো ল্যান্ডে যুব চপাল কার্যক্রমকে সুন্দর করে সাজিয়ে তুলতে সক্রিয় অংশগ্রহণ ছিল যুবাদের। মূলত, ত্রিপুরার বিশিষ্ট পর্যটন ক্ষেত্র ডুম্বুর জলাশয়ে যাত্রা করে সকল যুবকরা মিলে এক ব-দ্বীপে (Tomorrowland) এই চৌপালে অংশগ্রহণ করে।প্রাকৃতিক ও নান্দনিক পরিবেশে যুব চৌপালে আগত যুবকদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা ও প্রধানমন্ত্রীর নতুন ভারত নির্মাণের সংকল্প।