Site icon janatar kalam

ডিজিটাল অশিক্ষা ও দুর্বল ইন্টারনেট ব্যাংকিং খাতের বড় চ্যালেঞ্জ: মুর্মু

জনতার কলম ওয়েবডেস্ক :- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার তামিলনাড়ুর চেন্নাইয়ে সিটি ইউনিয়ন ব্যাংকের ১২০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির মধ্যে অন্যতম এবং এর প্রবৃদ্ধি যাত্রায় ব্যাংকিং খাত কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, ব্যাংক আর শুধু আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান নয়, বরং বহুমুখী সেবা প্রদানকারী সংস্থা—যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখছে।

তিনি বলেন, সাশ্রয়ী আর্থিক সেবার প্রাপ্যতা নিশ্চিত করা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। এ ক্ষেত্রে গ্রামীণ ও অর্ধশহুরে অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সিটি ইউনিয়ন ব্যাংকের অবদানকে তিনি প্রশংসা করেন।

রাষ্ট্রপতি জানান, ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠান মোবাইল অ্যাপ, মাইক্রো-লোন, বিমা, ডিজিটাল ওয়ালেট ও ব্যাংকিং প্রতিনিধি মারফত সেবাহীন জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। তবে তিনি ডিজিটাল অশিক্ষা, দুর্বল ইন্টারনেট সংযোগ এবং আর্থিক সচেতনতার অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

কৃষক ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সময়মতো সুলভ ঋণ, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং কৃষি প্রযুক্তি উদ্যোগে সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দেন রাষ্ট্রপতি মুর্মু। একইসঙ্গে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতকে প্রবৃদ্ধির ইঞ্জিনে পরিণত করতে এবং প্রান্তিক শ্রেণি যেমন দিনমজুর ও অভিবাসী শ্রমিকদের সহায়তায় ব্যাংকগুলোর ভূমিকা বাড়ানোর আহ্বান জানান।

ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভারতকে উন্নত দেশে পরিণত করার যাত্রায় ব্যাংকগুলিকে মূল অংশীদার হতে হবে। স্টার্টআপ থেকে স্মার্ট সিটি পর্যন্ত নানা খাতে ব্যাংকের অবদান থাকতে পারে। ভারতের ডিজিটাল ও জ্ঞাননির্ভর অর্থনীতি আরও প্রসারিত হবে এবং উদ্যোক্তা ও উদ্ভাবনে ব্যাংকগুলোর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Exit mobile version