Site icon janatar kalam

ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়ন তুলে ধরলেন রাজীব, চা পে চর্চায় তৃণমূল সংযোগ জোরদার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- “চা পে চর্চা” কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে মিলিত হলেন রাজ্যসভার সাংসদ ও ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার বনমালিপুর মণ্ডলের অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীদের সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত আলোচনায় অংশ নেন তিনি।

এই মতবিনিময় সভায় সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ও দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়। কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও স্বচ্ছ শাসনের প্রতিফলন।

রাজ্য বিজেপি সভাপতি আরও জানান, দলের কর্মীদের কাছ থেকে পাওয়া মতামত ও অভিজ্ঞতা ভবিষ্যতের সাংগঠনিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর কথায়, “কর্মীদের পরামর্শ ও অভিজ্ঞতা আমাদের সংগঠনকে আরও মজবুত করতে সহায়ক হবে।”

‘চা পে চর্চা’ কর্মসূচির মাধ্যমে অনানুষ্ঠানিক পরিবেশে হলেও গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি হয়, যেখানে তৃণমূল স্তরের কর্মীরা সরাসরি নিজেদের বক্তব্য ও প্রস্তাব নেতৃত্বের সামনে তুলে ধরেন।

এই কর্মসূচির মাধ্যমে বিজেপির তৃণমূল স্তরে সংযোগ আরও মজবুত হল বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে শক্তিশালী ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিজেপি নিরন্তর কাজ করে চলেছে—এই বার্তাই স্পষ্ট হয়ে উঠেছে এদিনের অনুষ্ঠানে।

Exit mobile version