ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৪ এপ্রিল শহরে রেলি
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও আগরতলা পুর নিগম। তা নিয়ে এক প্রস্তুতি বৈঠক হয় বৃহস্পতিবার। তাতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এর অধিকর্তা এস বি নাথ সহ অন্যান্যরা।
বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলির প্রতিনিধিরা ও ক্রীড়া ব্যক্তিত্বরা তাতে অংশ নেন। ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৪ এপ্রিল সকালে হবে রেলি। তারপর ১৬ ও ১৭ এপ্রিল কাবাডি, ভলিবল, যোগা সহ মোট ৬ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা হবে। এদিনের বৈঠকে এই সমস্ত সিদ্ধান্তের কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রাজধানীর উমাকান্ত একাডেমির মাঠে এই সমস্ত খেলাধুলার ইভেন্টগুলি হবে।
পশ্চিম জেলা সহ বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা তাতে অংশ নিতে পারবেন। মূলত, যুবাদের খেলাধুলায় আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ বলে জানানো হয়। উল্লেখ্য প্রতি বছরেই আম্বেদকরের জন্ম বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে বেশ ঘটে করে পালিত হয় রাজ্যে।