জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তিরবাজারে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বিরচন্দ্র মনু এলাকার দুর্গারাই পাড়ায়। মৃত কিশোরের নাম দীপ কুমার রিয়াং (১৬)।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই বুধবার সকালেও দীপ প্রাতঃভ্রমণে বের হয়েছিল। বাড়ির পাশে থাকা নিজস্ব রাবার বাগান থেকে ফিরে রেললাইনের ধারে হাঁটার সময় হঠাৎ একটি ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা দীপকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের মাতম শুরু হয়েছে এবং গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

