Site icon janatar kalam

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

জনতার কলম ওয়েবডেস্ক :- জুনে জাতীয় দলের ইংল্যান্ড সফরের আগে, সোমবার টেস্ট অবসর ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি। বহুদিন ধরেই জল্পনা চলছিল যে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন বিরাট কোহলি। এমনকী BCCI এর তরফ থেকে এই সিদ্ধান্ত না নেওয়ার জন্যে বিরাট কে অনুরোধ করা হয়েছিল। কিন্তু শুনলেন না।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসরের পর কোহলিও সোমবার (১২ মে) সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। শেষ হল, ‘বিরাট’ যুগের অবসান। তবে ওয়ানডে ম্যাচ খেলবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া সফরের সময় ৩৬ বছর বয়সী কোহলিকে বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল। যেখানে ৫ ম্যাচের সিরিজে ভারতকে ১-৩ ব্যবধানে হারতে হয়। যদিও সিরিজের প্রথম ম্যাচে অর্থাৎ পার্থ টেস্টে শতরান করেছিলেন বিরাট কোহলি। কিন্তু এরপর থেকেই তাঁর পারফরম্যান্স খারাপ হতে শুরু করে। আগামী সপ্তাহেই ৫ টেস্ট ম্যাচের সিরিজের জন্যে ইংল্যান্ডে রওনা দেবে টিম ইন্ডিয়া।

কয়েক দিনের মধ্যে দলও নির্বাচন হয়ে যেত। তার আগেই জোর ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বুধবার (৩০ এপ্রিল) রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই বিরাট কোহলি টেস্ট অবসরের ঘোষণা দিলেন। এর আগে বিরাট কোহলি T20 সিরিজের অবসর নিয়েছিলেন। এবার টেস্ট ম্যাচেও অবসর নিলেন। এখন তাঁকে শুধুমাত্র ওয়ানডে খেলতে দেখা যাবে।

বিরাটের এই ঘোষণা ভারাক্রান্ত করেছে ক্রিকেটপ্রেমীদের। বিরাটের টেস্ট ম্যাচ সিরিজে অভিষেক হয়েছিল ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর কোহলি ইনিংসে ৪ রান, দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন। তাঁর শেষ টেস্ট ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে, ২০২৫ সালের জানুয়ারিতে এই খেলা অনুষ্ঠিত হয়েছিল।

যেখানে কোহলি প্রথম ইনিংসে ১৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান করেছিলেন। মোট ১২৩ টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান করেছেন কোহলি। গড় ৪৬.৮। তার মধ্যে শতরান ৩০ টি, অর্ধশতরান ৩১ টি। ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান হলেন কোহলি। তার টেস্ট থেকে তাঁর অবসর নেওয়া, স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বিশাল ধাক্কা।

Exit mobile version