Site icon janatar kalam

টেট পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ পদর্শন বিএড ও ডিএলএড উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনেক দিন ধরে নেওয়া হচ্ছে না টেট পরীক্ষা। তাই টেট পরীক্ষা নেওয়ার দাবি জানালেন বিএড ও ডিএলএড উত্তীর্ণ বেকার যুবক- যুবতীরা। ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের পরেই যেন তাদের টেট পরীক্ষা নেওয়া হয় সেই দাবিতে মঙ্গলবার টি আর বি টি প্রধানের কাছে ডেপুটেশন দেয়।

ডেপুটেশন শেষে বেরিয়ে এসে বেকাররা জানান টিআরবিটি প্রধান তাদের জানিয়েছেন ২০২৩ সালে সুপ্রিম কোর্টে একটি মামলার জন্য কোন পরীক্ষা নেওয়া হয়নি। এখন সমস্যা সমাধান হয়ে গেছে। পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি টি আর বি টি। সরকারকে ব্যবস্থা গ্রহণের কথা হয়েছে। কিন্তু সরকারের তরফে প্রথমে লোকসভা ও বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা করা যাচ্ছে না।

এই অবস্থায় বি এড ও ডি এল এড উত্তীর্ণরা দাবি জানায় পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরে যাতে পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ ২০২৩ সালে কোন টেট পরীক্ষা নেওয়া হয়নি। চলতি বছরের অর্ধেক সময় পেরিতে গেলেও কোন পরীক্ষা নেওয়া হচ্ছে না।

 

Exit mobile version