জনতার কলম ওয়েবডেস্ক :- সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে জি-টোয়েন্টি সম্মেলন তারই অঙ্গ হিসেবে চলছে কমান্ডো ট্রেনিং সেই ট্রেনিংয়ের অন্তিম লগ্নে রয়েছে হেলিকপ্টার থেকে ১৫ মিটার উপর থেকে দড়ির মাধ্যমে নিচে নামার প্রস্তুতি। এদিন দিল্লি পুলিশের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী কমান্ডোদের দ্বারা পরিচালিত হেলিকপ্টার স্লিদারিং অনুশীলনের বিষয়ে বিশেষ সিপি-প্রশিক্ষণ সুনীল কুমার গৌতম বলেছেন, “এটি একটি তিন মাসের প্রশিক্ষণ যা বিশেষভাবে G20 শীর্ষ সম্মেলনের পরিপ্রেক্ষিতে পরিচালিত হয়৷ চূড়ান্ত পর্যায়ে অনুশীলনে তারা একটি দড়ি ব্যবহার করে হেলিকপ্টার থেকে নামার অনুশীলন করে। এই মহড়া তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় যে কোনও পরিস্থিতি মোকাবেলা করতে এবং নিরাপত্তা অভিযান চালাতে।