Site icon janatar kalam

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুখবর, সেরে ওঠার পথে ওয়াশিংটন সুন্দর; আশাবাদী নির্বাচকরা

জনতার কলম স্পোর্টস ডেস্ক :- আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে স্বস্তির খবর। চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। নির্বাচক কমিটির সূত্রে জানা গেছে, বিশ্বকাপে তাঁর খেলার ব্যাপারে আপাতত কোনও সংশয়ের কারণ নেই।

২৬ বছর বয়সী এই অলরাউন্ডার গত ১১ জানুয়ারি বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্স (CoE)-এ রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। নির্বাচকরা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে, প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে ৩১ জানুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি ভারতীয় দল মুম্বইয়ে একত্রিত হবে এবং ৪ ফেব্রুয়ারি ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। ওই ম্যাচে ওয়াশিংটন সুন্দরের খেলা এখনও নিশ্চিত না হলেও, বিশ্বকাপের জন্য তাঁকে নিয়ে আশাবাদী নির্বাচকরা।

এর আগে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছিল, বরোদায় প্রথম ওয়ানডে চলাকালীন বোলিং করার সময় ওয়াশিংটন সুন্দরের বাঁ দিকের নিচের পাঁজরের অংশে অস্বস্তি অনুভূত হয়। পরবর্তী স্ক্যান ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে তাঁর চিকিৎসা ও রিহ্যাব শুরু হয়।

এদিকে, তিলক বর্মাকে নিয়েও আশার আলো দেখছে টিম ম্যানেজমেন্ট। সামান্য অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকা এই হায়দরাবাদ ব্যাটার ৪ ফেব্রুয়ারির ওয়ার্ম-আপ ম্যাচে খেলার জন্য প্রস্তুত হতে পারেন বলে জানা গেছে। বিসিসিআই জানিয়েছে, তিলক ধীরে ধীরে শারীরিক অনুশীলন এবং স্কিল-ভিত্তিক ট্রেনিংয়ে ফিরছেন।

অন্যদিকে, চলতি সিরিজে ব্যর্থতা সত্ত্বেও সঞ্জু স্যামসনকে বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্তে অনড় নির্বাচকরা। ওপেনার হিসেবে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স (১০, ৬, ০ ও ২৪ রান) খুব একটা আশাব্যঞ্জক না হলেও, তাঁকে দলে রাখার বিষয়ে আপাতত কোনও পরিবর্তনের পরিকল্পনা নেই। যদিও বিশ্বকাপে ওপেনার হিসেবে ঈশান কিষান তাঁকে টপকে যেতে পারেন।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়া শুভমন গিলকে নিয়ে বিতর্কও তুঙ্গে। প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন স্পষ্ট ভাষায় বলেন, শুভমন গিলের ভারতীয় টি-টোয়েন্টি দলে থাকা উচিত ছিল। তাঁর মতে, গিল একজন অসাধারণ অলরাউন্ড ব্যাটসম্যান এবং সব ফরম্যাটেই কার্যকর।

ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটকিপার)।

Exit mobile version