Site icon janatar kalam

টি.আর.পি.সি. কর্মচারী সমিতির বেতন বন্ধের প্রতিবাদ জানিয়ে সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মাসের ৭ তারিখ পেরিয়ে গেলেও ডিসেম্বর মাসের বেতন পায়নি ত্রিপুরা রিহ্যাবিলেটেশন প্ল্যানটেশন কর্পোরেশনের কর্মচারীরা। এই বিষয় নিয়ে টি আর পি সি -র চেয়ারম্যান পাতাল কন্যাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কড়া হুঁশিয়ারি দিতে বাধ্য হয়েছেন টিআরপিসি -র কর্মচারী সংগঠন। এরা জানান, দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে চাকরি করে আসছেন তারা। সব সময় তাদের বেতন প্রতিমাসে ১ তারিখ হয়ে যায়। কিন্তু চলতি মাসে এখনো তাদের বেতন হয়নি।টি আর পি সি -তে কোনরকম ভন্ডামীর জায়গা হবে না। গাড়ি চড়ে জনগণের পয়সা নষ্ট করবে এর কোন টাকা যাতে না দেওয়া হয় তার জন্য আধিকারিকদের নির্দেশে দেওয়া হয়েছে। সুতরাং, আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা স্পষ্ট ভাবে জানাতে হবে, নাহলে কাজ করবে না কর্মচারীরা। পাশাপাশি এ বিষয় নিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্যের কাছে গেলে তিনিও বলে দেন লড়াই করার জন্য, তাই তারা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কর্মচারীরা। এদিন এরা আরো বলেন, আগামী সোমবার এমডি -কে ২৪ ঘন্টার মধ্যে এই বেতনের বিষয়ে একটি চরমপত্র দেওয়া হবে। কারণ কর্মচারীদের দিয়ে কাজ করানোর পর বেতন দেবে না সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে কর্মচারীরা মানবাধিকার কমিশনের কড়া নাড়বে বলে জানান তিনি।

Exit mobile version