জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কলঙ্কজনক অধ্যায় টি সি এ নিয়ে শেষ পর্যন্ত মামলা গড়ালো উচ্চ আদালতে। আদালত সব পক্ষের বক্তব্য শোনার পর দুসরা আগস্ট বেলা সাড়ে বারোটায় দুই গোষ্ঠীর সকলকেই সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ২ লাইফ মেম্বার পার্থসারথি গুপ্তা এবং অন্যান্য সোমবার উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় দুই গোষ্ঠীর সকলকেই পক্ষ ভুক্ত করা হয়েছে। মামলাটিতে আবেদন করা হয়েছিল মূলত তিনটি বিষয়ের উপর। কেউ বলেছে প্রশাসক নিয়োগ করা হোক, কেউ বলেছে দুর্নীতির তদন্তে সিট গঠন করা হোক, আবার কেউ বলেছে বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে পুনরায় নতুন কমিটি গঠন করা হোক। এদিকে টিসিএর সভাপতি তপন লোধ চেয়েছিল তার হাতেই যাতে দায়িত্ব সঁপে দেওয়া হয়। সোমবারই মামলাটির শুনানি হয়েছিল। তবে আদালতের নির্দেশ বের হয়েছে মঙ্গলবার। আদালত এই মামলার বাদী-বিবাদী ২ গোষ্ঠীকেই মঙ্গলবার সশরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে। জানিয়েছেন আইনজীবী শংকর লোধ।আইনজীবী তপন লোধ আরও জানান, টিসিএ কান্ডে পুলিশের ভূমিকাও অত্যন্ত নিন্দনীয় ছিল। প্রশ্ন তুলেছেন পুলিশের সামনে কি করে এসোসিয়েশনের সহ-সভাপতি, সচিব নিগৃহীত হয়েছে,কিভাবে পিস্তল উচিয়ে ভয় ভীতি দেখানো হয়েছে। এ সমস্ত তথ্য রয়েছে আইনজীবী তপন লোধের কাছে। আদালত সময় দিলে সমস্ত তথ্য তুলে ধরা হবে। এদিকে আবেদনকারীর পক্ষে দিল্লি থেকে আশা আইনজীবী যাবতীয় পরিস্থিতি তুলে ধরে শাওয়াল করেছে আদালতে। রাজ্য সরকারের পক্ষে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল টিসিএ তে প্রশাসক নিযুক্ত করার বিষয়ে সাওয়াল করেছেন।