টিএসএফের রোমান হরফ আন্দোলনের নামে হেনস্থার শিকার পরীক্ষার্থী থেকে রোগী, সরকারি কর্মচারীসহ বিভিন্ন অংশের মানুষ
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছাএদের স্বার্থে আন্দোলনের নামে ছাএদেরকেই বিপাকে ফেলল টিএসএফ নামধারী তিপ্রা মথার ছাএ সংগঠনটি। বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে ত্রিপুরাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে তারা। শুক্রবার বোর্ডের পরীক্ষা ছিল। আর এই দিনই রোমান লিপিতে ককবরক চালুর দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামে টিএসএফ। বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে এরা। তাদের এই আন্দোলনে সরাসরি নেমে পরেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা।
বিভিন্ন জায়গায় অবরোধ আন্দোলনের নামে হেনস্থা করা হয় পরীক্ষার্থী থেকে রোগী, সরকারি কর্মচারীসহ বিভিন্ন অংশের মানুষকে। অনেক জায়গায় টিএসএফ’র এই আন্দোলনে মাঝ বয়সী ও প্রৌড়রাও আন্দোলনে নেমে পড়েন। ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে তিপরা মথা ছাএ সংগঠনের ডাকা বনধের রাজ্যের বিভিন্ন এলাকায় প্রভাব পড়েছে। সড়ক অবরোধের কারণে আইসিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থীরা চরম নাজেহাল।
পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অনেক পরে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। সময়মতো পরীক্ষা কেন্দ্রে যাবার প্রশ্নে পুলিশ ও প্রশাসন কারো কাছ থেকে সহায়তা পায়নি বহু পরীক্ষার্থী। এর ফলে অনেকে পরীক্ষার্থীই মানসিকভাবে বিপর্যস্ত। জনজাতি ছাএ-ছাত্রীদের রোমান লিপির দাবি ন্যায্য দাবি। বাম আমল থেকে এই দাবি উপেক্ষিত। বর্তমান এবং পূর্বতন বিজেপি ৩থা জোটসরকারের আমলেও এই দাবি উপেক্ষিত।
শুক্রবার এ কথাগুলো বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধানসভা অধিবেশনে যাওয়ার মুখে অবরোধ কারীদের আন্দোলন প্রত্যক্ষ করার পর সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান। এদিন তিনি আরো বলেন, জনজাতির ভাবাবেগ সরকার কে উপলব্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে তাঁরা নায্য দাবি জানিয়ে আসছে। তাঁদের দাবিতে বিভিন্ন কারণে রয়েছে। কিন্তু পূর্বতন এবং বর্তমান সরকারের তালবাহানা শেষ হচ্ছে না।
কংগ্রেসের তরফ থেকে সরকারের নিকট অতিসত্বর ককবরক ভাষায় রোমান হরফে চালুর দাবি জানিয়েছেন তিনি। সুদীপের এই বক্তব্যে স্পষ্ট তিগ্রা মথার তথা টিএসএফ’র এই দাবিকে পূর্ণ সমর্থন করছে কংগ্রেস। আর তাদের এই দাবি ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে বিভাজন স্পষ্ট। তিপ্রা মথা সরকারে থেকেও এই দিনের এই আন্দোলনে সমর্থনে নামে।
এদিকে রাজনৈতিক ফায়দা নিতে কংগ্রেস যে তিপ্রা মথাকে সমর্থন করবে সেটাই স্পষ্ট। অথচ প্রদ্যুৎ বলেছেন কংগ্রেস, সিপিএম, বিজেপি সমস্ত জাতীয় দলগুলি তিপ্রাসাদের ইস্যুতে এক হয়ে যায়। কংগ্রেস এবং সিপিএমের আমলেও এই দাবি পূরণ করা হয়নি বলে প্রদ্যুৎ কটাক্ষ করেছেন।