Site icon janatar kalam

টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের খুশি ভারত বললেন জয়শঙ্কর  

জনতার কলম ওয়েবডেস্ক :- ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে একই টিআরএফ। টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত-মার্কিন শক্তিশালী সহযোগিতার একটি উদাহরণ। 

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেছেন পাকিস্তানের সাথে যুক্ত লস্কর-ই-তৈয়বা-ভিত্তিক সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর ফ্রন্ট সংগঠন টিআরএফকে একটি গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন (এফটিও) এবং স্পেশালি প্রোহিবিটেড গ্লোবাল টেররিস্ট (এসডিজিটি) হিসাবে মনোনীত করার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশংসা করি।

এটি ২২ এপ্রিল পহেলগামে হামলার দায় স্বীকার করেছে।’ এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল যে তারা টিআরএফকে নিষিদ্ধ গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন (এফটিও) এবং স্পেশালি প্রোহিবিটেড গ্লোবাল টেররিস্ট (এসডিজিটি) তালিকায় যুক্ত করছে।

Exit mobile version