janatar kalam

টর্চ লাইট চিহ্নে ভোট দেওয়ার আহবান অরুনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এস ইউ সি আই কে ভোট দেওয়ার আহবান রাখলেন অরুণ কুমার ভৌমিক। শ্রী ভৌমিক বলেন কংগ্রেস জোট ও বিজেপি জোট দুটি আমাদের দেশের ধনিক শ্রেণীর জোট। সুতরাং এই জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করার কোন মানে হয় না। এই দুই জোট দেশের গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে রক্ষা করতে হলে এই দুই জোটকে বর্জন করতে হবে।

তবেই দেশে সুস্থির গণতন্ত্র গঠন হবে। দেশের মধ্যে আর ধনী গরিব বিভাজন থাকবে না। গঠন হবে একটা শান্তিপ্রিয় সরকার। ভোট প্রচারে বের হয়ে রাজ্যের মানুষের কাছে এই আহ্বান রাখলেন অরুন কুমার ভৌমিক। শ্রীভৌমিক টর্চ লাইট চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান রাখেন।

Exit mobile version