Site icon janatar kalam

ঝড়ে গাছ ভেঙে পড়ে ক্ষতি হয়েছে মানুষেরদেওয়া হবে সম্পত্তি, দেওয়া হবে ক্ষতিপূরণ : জেলা শাসক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের জেরে ব্যাপক প্রভাব পড়লো রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজধানী আগরতলায়ও। ঘূর্ণিঝড়ের প্রভাব মঙ্গলবার রাতভর চলে। বৃষ্টি ও তুমুল ঝড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যায় রাজ্যের বিভিন্ন জায়গায়। ঝড়ের দাপটে বিশাল বিশাল বহু পুরনো গাছ ভেঙে পড়েছে পশ্চিম জেলার বিভিন্ন জায়গায়। আগরতলার রাধানগর, ভি আই পি সড়কে সার্কিট হাউস সংলগ্ন এলাকা, কুমারীটিলা, জয়নগর সহ বিভিন্ন এলাকায় ভেঙ্গেছে গাছ।

শুধু বড় বড় গাছ নয়, উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি, চিড়ে গেছে গাছের ঢাল ভেঙে বিদ্যুৎ পরিবাহী লাইন। ঝড়ে গাছ ভেঙে পড়ে ক্ষতি হয়েছে মানুষের সম্পত্তি। বিভিন্ন জায়গায় গাছ পড়ে বন্ধ যায় রাস্তা। বন দপ্তরের কর্মী সহ সংশ্লিষ্টরা গাছ সরিয়ে রাস্তায় যানবাহন চলাচলের ব্যবস্থা করেছেন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন নিগমের কর্মীরা। একথা জানান পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি জানান, গাছ পড়ে হতাহত কেউ হয়নি। তবে যাদের সম্পত্তি নষ্ট হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ক্ষতি নিরূপণের কাজও চলছে।

 

 

Exit mobile version