জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি বিধানসভা এলাকার দেবদারু অঞ্চলে বিজেপির ৩৮ নম্বর জোলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে এক বিশাল যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মোট ১১০টি পরিবার, অর্থাৎ ৩৫২ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ও উৎসাহ লক্ষ্য করা যায়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মসূচি রূপায়িত হচ্ছে। বিশেষ করে উপজাতি সমাজের সার্বিক উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজার নামে আগরতলা বিমানবন্দরের নামকরণ করা হয়েছে এবং রাজধানীতে তাঁর মূর্তি স্থাপন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ উপজাতি উৎসবগুলিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। বাম আমলে এই ধরনের উদ্যোগ কখনও দেখা যায়নি।”
তিনি আরও জানান, এডিসি এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করছে। বিজেপি সরকারের উন্নয়নের গতি ও স্বচ্ছতা সাধারণ মানুষ প্রত্যক্ষ করছেন বলেই বিভিন্ন স্তরের মানুষ দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।
নবাগতদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি সবকটি আসনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জোলাইবাড়ি মণ্ডল সভাপতি সুজিত দত্তের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, শান্তিরবাজার বিধায়ক প্রমোদ রিয়াং, রাজনগর বিধায়ক স্বপ্না মজুমদার, শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিকসহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা।
সমগ্র অনুষ্ঠানটি উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক জনসমাগমে সফলভাবে সম্পন্ন হয়, যা আসন্ন এডিসি নির্বাচনের আগে এলাকায় বিজেপির ক্রমবর্ধমান জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে।

