জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে জুয়ারীদের ডেড়ায় হানা দিয়ে মারাত্মকভাবে আক্রান্ত পুলিশ ইন্সপেক্টর। বর্তমানে চিকিৎসা চলছে রাজধানীর জিবিপি হাসপাতালের ট্রমা ইউনিটে। সহকর্মী এক পুলিশ জানায়, জোয়ারীরা তাকে আটক করে বেধম প্রহার করেছে। গুরুতর আঘাত লেগেছে নাকে ও চোখে। ঘটনা অমরপুরে, আহত পুলিশ ইন্সপেক্টর অমরপুর থানায় কর্মরত ছিল। তবে কারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের কোন হদিস করতে পারেনি পুলিশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অমরপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে। কেননা পাবলিকের হাতেই যদি পুলিশ ইন্সপেক্টর আহত হয় তবে অন্য পাবলিকের নিরাপত্তা দেবে কারা।