Site icon janatar kalam

জেপি নাড্ডার নেতৃত্বের প্রশংসা করে জন্মদিনের বার্তা মুখ্যমন্ত্রীর

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

মুখ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেপি নাড্ডাজীর নিরলস প্রচেষ্টা সত্যিই দেশকে বিকশিত ভারত-এর স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, বিজেপি সংগঠনকে শক্তিশালী ও সম্প্রসারণে নাড্ডাজীর প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব অত্যন্ত মূল্যবান। মুখ্যমন্ত্রী মা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করে বলেন, “জেপি নাড্ডাজীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মা ভারতীর সেবায় তাঁর অটুট পথচলা অব্যাহত থাকুক।”

 

 

 

Exit mobile version