Site icon janatar kalam

জেআরবেটি-র গ্রুপ ডি-র ফলাফল প্রকাশ হওয়ার পর হতাশ রাজ্যের দিব্যাঙ্গন যুবক যুবতীরা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেআরবিটি গ্রুপ-সির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অনেক আগেই। সম্প্রতি গ্রুপ-ডির মেধা তালিকা প্রকাশ হয়েছে। স্বচ্ছতা বজায় রেখেয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তালিকা নিয়ে কিছুটা অসন্তুষ্ট দিব্যাঙ্গ চাকরিপ্রত্যাশীরা।জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের কাছে বৃহস্পতিবার ডেপুটেশন দেয় দিব্যাঙ্গ চাকুরিপ্রত্যাশীরা।

এদিন দিব্যাঙ্গ চাকুরিপ্রত্যাশীরা জেআরবিটি বোর্ডের অফিসে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। দিব্যাঙ্গ চাকুরিপ্রত্যাশীরা জানান জেআরবিটি বোর্ড গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে চাকুরির জন্য পরীক্ষা নেয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর চাকুরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়।

কিন্তু দেখা যায় গ্রুপ-সি পদে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত ৩৭ টি ও গ্রুপ-ডি পদে ২০ টি পদ শূন্য রয়ে গেছে। তাই তাদের দাবি কোন ভাগ না করে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত এই শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করার। তাদের এ ধরণের দাবি কতটুকু যুক্তিসঙ্গত তা এখন দেখার।

Exit mobile version