জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা- জুয়ার রমরমা রাজধানী সহ রাজ্যের বিভিন্ন এলাকা। এতে নষ্ট হচ্ছে যুব সমাজ। মাঝে মধ্যে নেশা-জুয়ার বিরুদ্ধে পুলিশের চলে লোক দেখানো অভিযান। এবার জুয়া বিরোধী অভিযান এন সি সি থানার। জুয়ার আসর থেকে গ্রেপ্তার দুই জুয়ারি। উদ্ধার নগদ অর্থ সহ জুয়া খেলার সামগ্রী।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভোলানন্দ পল্লী এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় এনসিসি থানার পুলিশ। ধৃতদের কাছ কাছ থেকে মোট ১২,৯৪৫ টাকা সহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার হয়।
ধৃতরা হল সুমন সাহা ও মিন বাহাদুর ছেত্রী। তাদের বাড়ি রাজধানীর গোর্খাবস্তি এলাকায়। এনসিসি থানার ওসি জানান রাতে চলা জুয়ার আসরে হানা দেয় পুলিস। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় দুই জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।
Leave feedback about this