জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগামী ১২ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের বহুল প্রতীক্ষিত সংগীত অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শকদের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার ময়দান পরিদর্শনে যান শীর্ষ পুলিশ আধিকারিকরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের আইজি মঞ্চাক, পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক এসপি কানতা জাহাঙ্গীর সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। তাঁরা অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, ট্রাফিক নিয়ন্ত্রণ, দর্শকদের বসার ব্যবস্থা ও জরুরি পরিষেবার প্রস্তুতি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি সিসিটিভি নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামাল দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আশাবাদী, সমস্ত প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে দর্শকরা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে জুবিন নটিয়ালের সংগীতানুষ্ঠান উপভোগ করতে পারবেন।

