জিরানিয়ায় সন্ত্রাসের প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল সিপিআইএম
janatar kalam
Oplus_0
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়া মহকুমায় সন্ত্রাসের প্রতিবাদে সোচ্চার হয়েছে সিপিএমের জিরানিয়া মহকুমা কমিটি। অভিযোগ দীর্ঘদিন ধরে জিরানীয়া মহকুমার বিভিন্ন স্থানে বিরোধীদের ওপর আক্রমন চালিয়ে যাচ্ছে দুর্বৃওরা। হামলা, হুজ্জতি সন্ত্রাস, রাহাজানি জিরানিয়া মহকুমায় প্রতিনিয়ত চলছে। তাই মঙ্গলবার দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশের ডিজি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম জিরানীয়া মহকুমা কমিটি।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মন্ত্রী মানিক দে, এ ডি সি এর প্রাক্তন সি ই এম রাধাচরণ দেববর্মা, নারী নেত্রী রমা দাস সহ অন্যান্যরা। তাদের প্রত্যেকেই জিরানিয়া মহকুমার বাসিন্দা। তাঁদের দাবি, জিরানিয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে লিপ্তদের অবিলম্বে গ্রেপ্তারের করা হোক। আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে সন্ত্রাস বন্ধ করা হোক।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, দীর্ঘদিন ধরে গোটা জিরানীয়া জুড়ে বিজেপির সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। বহু বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক করে নি পুলিশ। এদিকে রাধাচরণ তার বক্তব্যে জিরানিয়ায় কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন। উল্টো আইনের শাসন তলানিতে। খুন, ধর্ষণ, সন্ত্রাস, রাহাজানি চলছে। এরই প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিআইএম জিরানীয়া মহকুমা কমিটি।