জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে আরও এক নতুন মাইলফলক। আগামী ৫ জানুয়ারি ২০২৬ জিরানিয়া এলাকার শচীন্দ্রনগর কলোনিতে আধুনিক ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম ও ওয়াটার পার্ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের আওতায় গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রটি নির্মিত হচ্ছে কলকাতার জনপ্রিয় নিক্কো পার্কের আদলে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি রাজ্যে পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, জিরানিয়াবাসীর বহুদিনের লালিত স্বপ্ন পূরণের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে এই উদ্যোগকে।
মুখ্যমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমা শাসক, ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকরা এবং স্থানীয় বাসিন্দারা। পরিদর্শনকালে প্রকল্পের সম্পূর্ণ এলাকা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের স্থান খতিয়ে দেখা হয়।
পর্যটন মন্ত্রী জানান, এই প্রকল্প ত্রিপুরার পর্যটন ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় পরিকাঠামোর উন্নয়ন ঘটবে। জিরানিয়ার বাসিন্দাদের কাছে এই প্রকল্প এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা দীর্ঘদিনের প্রতীক্ষিত আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণকাজের সূচনা হতে চলেছে। সেই সঙ্গে জিরানিয়া সহ আশপাশের এলাকায় উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে, কারণ ত্রিপুরা এগিয়ে চলেছে একটি প্রাণবন্ত ও আকর্ষণীয় পর্যটন রাজ্য হিসেবে নিজেদের আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার পথে।

