জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল আগরতলা জিবি। প্রতিদিনই হাসপাতলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসেন চিকিৎসা পরিষেবা নিতে। কিন্তু চিকিৎসা পরিষেবা নিতে এসে অনেকেই আবার চোর চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন। ইদানিংকালে জিবি হাসপাতাল চত্বরে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। অথচ হাসপাতালের নিরাপত্তার কাজে নিযুক্ত রয়েছেন বেসরকারি নিরাপত্তা কর্মী সহ রাজ্য পুলিশ ও টিএসআর। তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই একের পর এক চুরির ঘটনা সংঘটিত করে চলেছে চোরচক্র। এর মধ্যেই ফের আরো একবার জিবি হাসপাতালে চুরির ঘটনা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ নির্দয়া এলাকা থেকে এক গৃহবধূ তার মেয়েকে নিয়ে জিবি হাসপাতালে আসে একটি ছোট অপারেশন করার জন্য। গৃহবধূটি তার সন্তানকে নিয়ে জিবি হাসপাতালে আসার সময় হাতে একটি বড় ব্যাগ ছিল। সেই বড় ব্যাগের মধ্যে ছোট্ট একটি ব্যাগে ৯ হাজার টাকা ও একটি স্মার্ট কার্ড ছিল। কিন্তু হাসপাতালে টিকেট কাটার সময় তার ছোট ব্যাগটি চুরি হয়ে যায়। কিছু সময় অতিক্রম হওয়ার পর মেয়েকে টিফিন খাওয়ানোর জন্য দোকানে গিয়ে দেখতে পান তার টাকার ব্যাগ নেই। তারপরেই গৃহবধূটি হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান সম্পূর্ণ টাকা চুরি হয়ে গেছে। বাড়িতে ফেরার মত টাকাও নেই তার কাছে। অবশেষে গৃহবধূর কান্না দেখে ছুটে আসে স্থানীয় অটো চালক খোকন এবং জিবি হাসপাতালে কর্মরত পুলিশকর্মীরা। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং নিজেরা কিছু টাকার ব্যবস্থা করে গৃহবধূকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে মাঝে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও একই ধরনের চুরির ঘটনা জিবি হাসপাতালে সংঘটিত হওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দেয় চিকিৎসা পরিসেবা নিতে আসা রোগী ও তার পরিজনদের মধ্যে।