জনতার কলম ত্রিপুরা আগারতলা প্রতিনিধি:- রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের মর্গ চত্বরে সন্ধ্যারাতে দুষ্কৃতকারীদের হানা। অভিযোগ দুষ্কৃতকারীরা মর্গের সামনের সাজানো গাছ, গাছের কাঁঠাল নষ্ট করে ফেলে।ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যারাতে। জানা গেছে দুই শিফটে বেসরকারি নিরাপত্তা রক্ষী একজন করে থাকেন সেখানে। রাতের যে নিরাপত্তা রক্ষী তাঁর ডিউটি শুরু হয় সন্ধ্যা ৭ টা থেকে।
যথারীতি রবিবারও রক্ষী ডিউটিতে আসেন। কিন্তু রাতের খাবার না নিয়ে আসায় বেসরকারি রক্ষী হাসপাতালের নিচে খাবার আনতে যান বলে জানা গেছে। পরে রক্ষী এসে দেখেন গাছপালা ভাঙ্গা, পড়ে আছে মদের বোতল। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি সিকিউরিটি ইনচার্জ ও ওয়ার্ড মাস্টারকে জানায়। অভিযোগ রবিবার রাতে ঘটনা জিবি ও এজিএমসির এমএস-কে কেউ ঘটনা জানায়নি।
সোমবার ঘটনা জানতে পেরে এম এস ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়ে খোঁজখবর নেন। এম এস শঙ্কর চক্রবর্তী জানান সেখানকার সিসি টিভি ক্যামেরা ফুটেজ দেখা হবে। তিনি জানান পুর ঘটনা পুলিসে জানানো হবে। পাশাপাশি যে বেসরকারি রক্ষী ডিউটিতে ছিলেন উনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।