জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সধর্মিণী ও সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার পাঞ্চালি ভট্টাচার্য অসুস্থ হয়ে বর্তমানে আগরতলার জিবি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন। শুক্রবার সকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে ও রতন ভৌমিক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর দত্ত, রতন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা নিবিড় তত্ত্বাবধানে রাখছেন বলে জানা গেছে। সিপিএম নেতৃবৃন্দ পাঞ্চালি ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

