জিবিতে মস্তিষ্কের অপারেশনের তালবাহানায় প্রাণ গেলো এক যুবকের
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কি চলছে জিবি হাসপাতালে? মস্তিষ্কের অপারেশন করবো করছি করে চার দিন ফেলে রাখা হলো এক রোগীকে। পরিশেষে অপারেশন না করায় মৃত্যুর কোলে ঢলে পরলো তরতাজা এক যুবক। অন্যান্য ঘটনার মতোই এই ক্ষেত্রেও দোষীদের শাস্তি হবে না তা আগাম বলা যেতে পারে। একের পর এক জিবি হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আসছে।
অথচ হাসপাতালের চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে নেই কোনো উদ্যোগ। কোনো ক্ষেত্রেই অভিযুক্তদের শাস্তির কোনো খবর নেই। প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবককে গত রবিবার জিবি হাসপাতালে আনা হয়েছিল। দক্ষিণ জেলার জোলাইবাড়িতে যান দুর্ঘটনায় বাইক থেকে পড়ে মাথায় মারাত্মক চোট পেয়েছিলো বছর ৩৩ এর প্রসেনজিৎ।
জোলাইবাড়ি হাসপাতাল থেকে দক্ষিণ জেলা হাসপাতাল হয়ে তাকে জিবি তে আনা হয়েছিল। প্রথম দিনেই ডাক্তাররা বলেছিলেন রোগীর অস্ত্রোপচার করতে হবে। তার পর থেকে চার দিন কেটে গেলেও ডাক্তাররা অপারেশনের উদ্যোগ নেন নি বলে অভিযোগ বোগীর পরিবারের। শেষ পর্যন্ত অপারেশন না করায় মৃত্যুর কোলে ঢলে পড়ে তরতাজা যুবক প্রসেনজিৎ।
তার মৃত্যুর জন্যে পরিবারের লোকেরা অভিযোগ তুলেছেন নিউরোসার্জন ডা: সিদ্ধার্থ রেড্ডির বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে এই মৃত্যুর জন্যে কে দায়ী? কার গাফিলতিতে এই মৃত্যু এর কি তদন্ত হবে? অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় এই ঘটনাও অন্যান্য ঘটনার মতোই চাপা পড়ে যাবে। সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবি করলেও হাসপাতালগুলিতে অন্তসারশূন্যতা বার বার ফুটে উঠছে।
একটি সূত্রে জানা যায় এই ঘটনার প্রেক্ষিতে কোন একজন বরিষ্ট ডাক্তারকে শোকজ করা হয়েছে। এই ধরনের ঘটনার নজির দু-একটি নয় বহু রয়েছে জিবি হাসপাতালে। প্রতি ক্ষেত্রেই কর্তব্যে গাফিলতি কিংবা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আসলেও দোষীদের শাস্তি হচ্ছেন। আর এর ফলে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন হচ্ছে না বলে অভিমত সচেতন নাগরিকদের। সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য অর্থ খরচ করলেও হাসপাতালগুলিতে কর্মসংস্কৃতি লাটে উঠায় সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা না পেয়ে বেঘোরে মারা যাচ্ছেন।