Site icon janatar kalam

জাপান–ভারত সেমিকন্ডাক্টর পার্টনারশিপে নতুন দিশা, প্ল্যান্ট পরিদর্শন মোদী-ইশিবা

জনতার কলম ওয়েবডেস্ক :-জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মিয়াগি প্রিফেকচারের সেন্ডাই শহরে একটি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দুই নেতা একসঙ্গে প্ল্যান্ট ঘুরে দেখে ভবিষ্যতে চিপ সাপ্লাই চেইনকে আরও স্থিতিশীল ও টেকসই করার পথ নিয়ে আলোচনা করেন।

মোদী ও ইশিবা দু’জনেই ঘুরে দেখেন টোকিও ইলেকট্রন মিয়াগি লিমিটেড (TEL Miyagi)-এর কার্যক্রম। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে অগ্রগণ্য এই সংস্থা তাদের উৎপাদন সক্ষমতা, আন্তর্জাতিক ভ্যালু চেইনে ভূমিকা এবং ভারতের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার খুঁটিনাটি তুলে ধরে।

পরিদর্শনের পর ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, “এই যৌথ সফর ভারতের প্রসারমান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম ও জাপানের অগ্রসর প্রযুক্তিগত দক্ষতার মধ্যে পরিপূরক সম্পর্ককে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। উভয় দেশই শক্তিশালী, নির্ভরযোগ্য ও টেকসই সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন গড়ে তুলতে অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে।”

এছাড়া আলোচনায় গুরুত্ব দেওয়া হয় জাপান–ভারত সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন পার্টনারশিপ ও অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তির আওতায় সহযোগিতা বাড়ানোর দিকেও। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী ইশিবা সেন্ডাইতে মোদীর সম্মানে এক ভোজের আয়োজন করেন। সেখানে মিয়াগি প্রিফেকচারের গভর্নরসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Exit mobile version