Site icon janatar kalam

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বলেন জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী মোদী তাকাইচিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

দুই দেশের প্রধানমন্ত্রী ভারত–জাপান বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। তারা অর্থনৈতিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ বিনিময় (Talent Mobility) ক্ষেত্রকে বিশেষভাবে গুরুত্ব দেন।

সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, দুই নেতা একমত হয়েছেন যে ভারত–জাপান সম্পর্ক যত দৃঢ় হবে, ততই তা বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সহায়ক হবে।

Exit mobile version