জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের কিউশু দ্বীপে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ৮.৮ কিলোমিটার নীচে। মিয়াজাকি, কোচি, ওইটা, কাগোশিমা এবং ইহিমে শহরের জন্য সুনামির পরামর্শ জারি করা হয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এতে ৩১৮ জন মারা যান এবং ১৩০০ জন আহত হন। ভূমিকম্পের কারণে ইশিকাওয়াতে অনেক জায়গায় আগুন লেগেছে। এতে দুই শতাধিক ভবন পুড়ে ছাই হয়ে যায়।
এর আগে ২০১১ সালের মার্চ মাসে জাপানে সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প হয়েছিল, যাতে ১৬ হাজার মানুষ মারা যায়।