জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জুনিয়র জাতীয় হ্যান্ডবল আসরে ত্রিপুরা টিম ভালো ফলাফল করবে। মঙ্গলবার এই আশাব্যক্ত করলেন ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের সহ-সভানেত্রী জবা পাল দত্ত। এবছর মধ্যপ্রদেশে হবে ৪৫ তম জাতীয় জুনিয়র জাতীয় হ্যান্ডবলের আসর। এতে অংশ নেবে রাজ্য দল।
অফিসিয়াল সহ ১৭ জনের রাজ্য দল মঙ্গলবার মধ্যপ্রদেশের উদ্দেশ্যে ট্রেনে রওয়ানা দিয়েছে। ২৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে আসর। এদিন আগরতলা রেল স্টেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের সম্পাদক লিটন রায়, সহ- সভানেত্রী সহ অন্যরা।