জনতার কলম ওয়েবডেস্ক :- রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার জানালেন, ভারতীয় কোম্পানিগুলি যেখানে সবচেয়ে ভালো চুক্তি পাবে, সেখান থেকেই তেল কিনবে। তিনি স্পষ্ট করে বলেন, ভারতের প্রধান লক্ষ্য ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং এ বিষয়ে জাতীয় স্বার্থ রক্ষায় ভারত যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস-কে দেওয়া সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, “আমরা আগেও বলেছি, আমাদের মূল উদ্দেশ্য ভারতের মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। অনেক দেশের মতো রাশিয়ার সঙ্গে ভারতের সহযোগিতা বৈশ্বিক তেলবাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করেছে।” তিনি আরও জানান, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পূর্ণভাবে আন্তরিক স্বার্থ ও বাজারভিত্তিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনে মস্কোর যুদ্ধকে পরোক্ষভাবে সাহায্য করছে। কিন্তু ভারত সেই অভিযোগকে দৃঢ়ভাবে খারিজ করেছে। যুক্তরাষ্ট্রের সমালোচনাকে “অন্যায্য ও অযৌক্তিক” আখ্যা দিয়ে বিনয় কুমার বলেন, “ভারত সরকার সবসময় জাতীয় স্বার্থ রক্ষার জন্য কাজ করবে। আমেরিকা ও ইউরোপসহ বহু দেশই এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে।”
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও মার্কিন সমালোচনার জবাবে বলেছিলেন, “যারা নিজেদের বাণিজ্যপন্থী বলে দাবি করেন, তারা অন্যদের বাণিজ্য করতে বাধা দিচ্ছেন—এটা সত্যিই হাস্যকর। যদি কারও ভারতের তেল বা পরিশোধিত পণ্য কেনায় আপত্তি থাকে, তবে না কিনলেই হয়। কাউকে তো জোর করা হচ্ছে না। ইউরোপ কেনে, আমেরিকাও কেনে। সুতরাং যদি ভালো না লাগে, তবে কিনবেন না।”