জনতার কলম ওয়েবডেস্ক :- জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন চলাকালীন নিউইয়র্কে গ্লোবাল সাউথভুক্ত দেশগুলির উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৈঠকে তিনি গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে আরও নিবিড় সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন।
ড. জয়শঙ্কর জানান, বিদ্যমান বহুপাক্ষিক ফোরামগুলিকে কাজে লাগিয়ে গ্লোবাল সাউথের ঐক্য আরও মজবুত করা সম্ভব। এজন্য তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
🔹 দ্বিপাক্ষিক বৈঠক ও আলোচনায় ব্যস্ত সূচি
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বৈঠকের ফাঁকে একাধিক দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে রয়েছেন—
সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন
সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপ্টিস্ট
সোমালিয়ার বিদেশমন্ত্রী আব্দিসালাম আলি
নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ডেভিড ভ্যান ভিল – যার সঙ্গে ইউরোপের কৌশলগত অবস্থান ও ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়
ডেনমার্কের বিদেশমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন – যার সঙ্গে ভারত-ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত-ইইউ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়
এছাড়াও ড. জয়শঙ্কর মরিশাস, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও লেসোথোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও মতবিনিময় করেন।
ড. জয়শঙ্করের কথায়, গ্লোবাল সাউথভুক্ত দেশগুলির ঐক্য ও সহযোগিতা বর্তমান বিশ্ব ব্যবস্থায় অত্যন্ত জরুরি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার সেই সহযোগিতাকে আরও গতিশীল করবে।