জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম শহীদান দিবস।মঙ্গলবার সকালে এদিনটিকে কেন্দ্র করে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরাও শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধীকে , এবার এ যাত্রায় সামিল হলেন যুব তৃণমূল কংগ্রেস।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ের সামনে , এদিন প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তুনু সাহা জাতির জনক মহাত্মা গান্ধীকে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।