জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদান দিবস। সারা দেশের সাথে রাজ্যেও ৭৭ তম জাতীয় শহীদ দিবস পালিত হচ্ছে, এই উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে পুষ্পার্ঘ অর্পন করে জাতির জনককে শ্রদ্ধা জানান রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সেখান থেকে রাজ্যপাল যান রাজধানীর গান্ধী-ঘাটে সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন তিনি। এদিন রাজ্যপালের সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা। এদিন রাজ্যপাল জানান স্বাধীনতার পর দেশের গ্রামীণ ভারতের উন্নয়নে লক্ষ্যে কাজ করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর এই স্বপ্নকে সফল করার লক্ষ্যে রাজ্যবাসী এগিয়েয়ে চলছেন বলে জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।