জনতার কলম ওয়েবডেস্ক :- এবছর এশিয়া কাপের আয়োজক প্রতিবেশী দেশ পাকিস্তান, আর এই এশিয়া কাপেই মুলতানের মাঠে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে নেপাল। এই ম্যাচ উপভোগ করার জন্য জয় শাহকে আমন্ত্রণ জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু জয় শাহকে অবশ্য বিসিসিআই সচিব হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি, তিনি যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সেই কারণেই জয় শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে। জয় শাহ তিনি যদি পিসিবি-র আমন্ত্রণ গ্রহণ করেন, তাহলে সেটা অত্যন্ত তাত্পর্যপূর্ণ ঘটনা হবে। কারণ তিনি প্রথম থেকেই বলে আসছিলেন, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। মূলত তার আপত্তিতেই এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ পাকিস্তান থেকে সরে গিয়েছে। এই মুহুর্তে এশিয়া কাপ উপলক্ষে পাকিস্তানে এখন সাজো সাজো রব। এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখার জন্য নানা আয়োজন করছে পিসিবি। তাঁদের সামনে পাকিস্তানের সংস্কৃতি, ক্রিকেটপ্রেম ও সার্বিক ব্যবস্থাপনার নিদর্শন তুলে ধরতে চাইছে পিসিবি।