Site icon janatar kalam

জয় দিয়ে সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা শেষ করলো সিমনা তমাকারী এফ সি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জয় দিয়ে সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা শেষ করলো সিমনা তমাকারী এফ সি। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় দিনের প্রথম ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এ-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় সিমনা তমাকারি এফ সি ও আনন্দ ভবন ক্লাব। ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে আনন্দ ভবনকে পরাজিত করে জয় দিয়ে লিগ শেষ করে সিমনা তমাকারি।

ম্যাচে সিমনা তমাকারি এফ সির হয়ে গোল দুটি করে খেলার ৪১ ও ৮১ মিনিটে যথাক্রমে রাজমনি দেববর্মা ও বয়ার দেববর্মা। নিজেদের শেষ ম্যাচে জয়ের ফলে ৭ ম্যাচে ৪ টি জয় ১ টি ম্যাচ ড্র ও ২ টি ম্যাচ পরাজিত হয়ে ১৩ পয়েন্ট নিয়ে এবছর লিগ শেষ করলো সিমনা তমাকারি এফ সি।

অন্যদিকে আনন্দ ভবন ক্লাব ৭ ম্যাচে ২ টি জয় ১ টি ম্যাচ ড্র ও ৪ টি ম্যাচ পরাজিত হয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে। দিনের দ্বিতীয় ম্যাচে ইউ বি এস টি খেলতে নামে কেশব সংঘের বিরুদ্ধে। যদিও ম্যাচটি ছিলো উভয় দলের কাছে নিয়ম রক্ষার। লিগে ইউ বি এস টি নিজেদের শেষ ম্যাচে কেশব সংঘকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে ৭ ম্যাচে ২ জয় ও ৫ টি ম্যাচ পরাজিত হয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে।

ম্যাচে ইউ বি এস টির হয়ে গোল ৪ টি করে খেলার ৩৭ মিনিটে সুনীল রিয়াং, ৪৭ মিনিটে আনন্দ দেববর্মা, ৫৩ মিনিটে মহেন্দ্র কুমার জমাতিয়া ও ৮২ মিনিটে অঞ্জন সাহা। লিগে কেশব সংঘ নিজেদের শেষ ম্যাচে সোমবার খেলতে নামবে পান্থই স্পোর্টিং সোসাইটির বিরুদ্ধে।

Exit mobile version