জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখা (LoC) সংলগ্ন মাচিল সেক্টরে এই ঘটনাটি ঘটে।
সেনা সূত্রে জানা গেছে, গতকাল ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় সশস্ত্র জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়, ফলে তীব্র বন্দুকযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়।
পরবর্তীতে দুই জঙ্গি নিহত হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধসামগ্রী উদ্ধার করা হয়েছে।